Thursday 7 October 2021

ঊশ্রী মন্ডলের গুচ্ছ কবিতা--১ জান্নাত ২ আশ্রয় ৩ সংগ্রাম ও বিজয় ৪ মিনতি ৫ আকাশ



ঊশ্রী মন্ডলের গুচ্ছ কবিতা-- 


জান্নাত      

 

যখন জেগে থাকি..

বেদনায় ভরা পেয়ালায় চুমুক দিয়ে ,

ঐ নীলকণ্ঠের মতো বেদনায় নীল হয়ে যাই l

           

তবুও আমি হাসিমুখে বলি..

এই তো ,এটাই যে মাধুরী  ;

এই অধর ছুঁয়েছে দুঃখের সুনীল রাত  ||

 

যখন ঘুমিয়ে পড়লাম...

স্বপ্নেরা সুখ হয়ে ফুটে উঠলো ,

ইচ্ছা আমার চোখে বসতি স্থাপন করে নিলো  ll

        

দুঃখেরা শান্তিতে পরিণত হলো...

উপায় আকাঙ্ক্ষার,সুখ শ্বাসে বইলো  ,

এটাই তো স্বর্গ এই তো আমি চাই   ll

 

প্রভু , এ প্রার্থনা রাখি...

ঘুম থেকে যেন না জাগি  ,

করো না বিচ্যুত এ জান্নাত থেকে আমায় ll

 

আশ্রয় 

 

আমি এক সবুজ শিশুর মতো ,

নগরান্নয়ন সভ্যতায় সবুজেরা  ভালো নেই  ;

তাই আমিও ভালো নেই..

আমি আসলে একজন সুখবাদী মানুষ |l

 

এই জীবনটা ..

কখন যে বদলে গেলো  ,

সে খেয়াল আমি  রাখিনি  |

আর যখন খেয়াল হলো   ;

তখন আমূল বদলে যাওয়ার এক অনুভূতি...

আমাকে অবাক করে তুললো  |

অথচ দেখো ,

আমি নিজের কথা ভুলে গিয়ে ভাবি  ;

আহারে সবাই...

এবং সবকিছু কেমন বদলে গেছে  ll

 

সবাই বা সবকিছু চলে যায়  ,

কিছু কিছু কিংবা কাউকে কাউকে চলে যেতে হয়  ;

আসলে আমার কাউকে ধরে রাখার ক্ষমতা নেই  |

এখন আবার...

শরীর এক জায়গায় ,

আর মন আরেক জায়গায় থাকে  |l

 

মন নানান ভাবনা শেষে...

ক্লান্ত হয়ে যখন শরীরে আশ্রয় নিতে চায় ,

তখন শরীর আপন মনে তার কর্ম করে যায়   ;

মন অপেক্ষা করতে করতে  ক্লান্ত হয়ে বলে..

এখনও কী সময় হয়নি,আমাকে নেবার ?

 

সংগ্রাম ও বিজয়



আমার জীবন গ্রন্থ খুলে বসলাম  |

সেই শুরু থেকে আজকে পযন্ত প্রতি পাতায় লেখা , অসংখ্য শব্দগুলো চিৎকার করে বলছে  ;

আমাকে নিয়ে...

যে আলেখ্য লেখা হয়েছে তা শুধু ভুলে ভরা  ll

ফেলে আসা সময়ের দিকে  তাকালাম  |

দেখলাম সত্যিই আমার জীবন একটা ভুলে ভরা গল্প ,

আমি অনেক অনেক ভুল করেছি  ;

অতীতে ফিরে..

গল্পের শুরুতে আর ভুল সংশোধন করা সম্ভব নয়  ||

 

আজ পযন্ত বহুবার হোঁচট খেয়েছি ,

আমি কিন্তু সেটি নিয়ে ভীষণ ভাবে গর্বিত  l

একেকটা ভুল,

একেকটা হোঁচট খাওয়া ,

আমাকে শক্তিশালী,আরো অভিজ্ঞ,আরো দক্ষ  ;

করে গড়ে তুলেছে   |

কঠোর পরিশ্রমের মাধ্যমে...

আমি চাইলেই শেষটা আবার নতুন করে  ,

নিজের মতো করে সাজিয়ে  নিতে পারবো |

 

লক্ষ্যকে পাবার জন্য...

এখনও লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করে চলেছি ,

তবু মাঝে মাঝেই ব্যর্থতার তিক্ত স্বাদ  ;

আমি গ্রহণ করি |

জীবন মানে নিরন্তর ছুটে চলা..

প্রতি পদে বাধা-বিপত্তি,

প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া,

সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য এই নিয়েই তো জীবন ,

এবার হাতের মুঠিতে বন্ধ করবো সত্যিকারের বিজয়  ||

 

মিনতি



আজ আমার আকাশটা...

নিচে নেমে হাতের নাগালের মধ্যেই এসে গেছে,

আমি হাত বাড়িয়েই তারে ছুঁয়ে ফেললাম  ;

মনে মনে আমি অত্যন্ত তৃপ্তি ও শান্তি পেলাম ||

 

আমার এই হৃদয়টা..

সব জান্তার অতি অহংকারে পরিপূর্ণ হয়ে গিয়েছিলো ,

ঐখানের বৃষ্টি সব অহংকারকে ধুয়ে  দিলো  ;

এখন মনের অন্ধকার পূর্ণ অহংকার হতে মুক্ত হলাম ll 

 

আমি দেখতে পেলাম..

আমার সমস্ত পাপ গ্রাস করে ঐ বিহঙ্গ ,

আমারই আকাশের গা ছুঁয়ে আপন কুলায় ফিরছে ;

আজ আমি আজন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হলাম ll

 

ঘুম ভাঙলেই দেখবো..

আমার আকাশ আবারও ঐ সুদূরে চলে গেছে,

এ স্বপ্নের মধ্যে আমি বেঁচে থাকতে চাই  ;

ঘুম যেন আর না ভাঙে এই মিনতিই রাখলাম ll

 

আকাশ

 

আমি পৃথিবী,

আমারই ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে...

বিশাল উদার বিস্তৃত বায়ুমন্ডল ও মহাশুন্যের অংশ ,

আমারই আত্মার আত্মীয় খ -গোলক ;

কিংবা আকাশ বলে পরিচিত হয়ে রয় l

আমারই চারিপাশের বায়ুমন্ডলে..

ভাসমান ছোট ছোট ধুলিকণা ভেসে বেড়ায় ,

সূর্য হতে কম তরঙ্গদৈর্ঘ্যর আলো  ;

ঐ ধূলিকণায় বিচ্ছুরিত হয়ে...

ঐ আকাশকে নীলাভ রঙে রাঙিয়ে দেয় l

আর রাত্রিকালে সূর্যের আপনঘরে যাওয়ার কারণে..

সূর্যরশ্মির অনুপস্থিতির কারণে...

সে কালো রূপে আবার নিজেকে রাঙিয়ে নেয়  ll

 

ঐ আকাশ এতো মহান ও শক্তিশালী...

সে সূর্য চাঁদ তারা সহ অনেক গ্রহসমূহকে ,

আশ্রয় দিয়েছে নিজেরই দরাজ বুকে;

দিন বা রাত্রির অবস্থিতিও সেই নির্ধারণ করে...

ঋতু পর্যায়ও সে রচনা করে |

আবার স্বেচ্ছাচারী মেঘেদের ভেসে যেতে প্রশ্রয় দেয়,

বাতাসকে অবারিত হয়ে বইতে আদেশ দেয়,

প্রখর তাপে বাষ্প হয়ে আশা জলকে...

বৃষ্টি রূপে ঝরে দিতে চায় l

আবার মেঘে মেঘের গর্জনযুক্ত দ্বন্ধ যুদ্ধেরও-

সাক্ষী হয়ে রয় ll

 

ঐ আকাশে আরো অনেক কিছু আছে

তা তোমরা তোমাদের খালি চোখে দেখতে পাওনা l

তবুও তোমাদের যত দূর...

দৃষ্টি যায়শুধু ঐ আকাশকেই দেখতে পাও l

কিন্তু ঐ আকাশ আজ তোমাদের যা দেখায়...

তা কিন্তু শুধুমাত্র অতীতকেই দেখায়,

সে শুধু বর্তমানকেই দেখে যায় l

আমি আসমুদ্রহিমাচল পৃথিবী...

তাই ঐ আকাশকে প্রণাম করি আমারই আত্মিকতায় ll

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...