অর্পিতা ঘোষ পালিতের কবিতা--
১
লালসা
সাজানো মঞ্চ,
রংমশাল আর আলোর রোশনাই দেখে চোখ ধাঁধিয়ে যায়।
নিশি পাওয়া ঘোরে –
আকাঙ্ক্ষার জামা পরে দাঁড়িয়ে পড়লাম,
সবকিছু নতুন লাগছিল।
অনেকটা সময় পেরিয়ে এসে দেখলাম –
নিষ্ঠুরতার বলয়ে বাস করছিলাম এতক্ষণ,
আদর্শলিপি কিছুটা খোয়া গ্যাছে,
বাকিটা বর্ণহীন, কাহিল...।
পরিতাপে নিদ্রাহারা, রাতের আয়ু দীর্ঘতম।
অথচ, মন সংযম করলে –
মাখতে পারতাম মরমী চাঁদের আলো।
২
স্বজন ছায়া
সময়ের উপযোগী হতে চেয়ে ব্যর্থ হয়েছি বারবার
নকল আলো দেখে রোদ মাখতে গিয়েছি,
অসহায়তার সুযোগ নিয়ে ঠকিয়েছে স্বজন ছায়া,
দূষণ মেখে আনন্দে মেতেছি।
মূর্খামি দেখে চাঁদ হাসে আড়ালে...l
*লেখিকা পরিচিতি:--
অর্পিতা ঘোষ পালিতের জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহর। ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ। বিভিন্ন গ্রন্থ, সাহিত্য পত্রিকা, মাসিক পত্রিকা, শিশু-সাহিত্য পত্রিকা ও দৈনিক খবরের কাগজে শতাধিক লেখা প্রকাশিত। বাংলাদেশের পত্রিকা ও দৈনিক কাগজেও বহু লেখা প্রকাশিত ।
একক কাব্যগ্রন্থ " পাথর পাতা নদী" ও গল্পগ্রন্থ " জীবন কুড়ানো প্রহর" পাঠকের মাঝে সমাদৃত।
----------------------------------------------
*আমার নিজের ভাবনায় রচিত অপ্রকাশিত লেখা। অন্য কোথাও থেকে অনুকরণ কিংবা অনুসরণ নয়।
No comments:
Post a Comment