Thursday 7 October 2021

কৌস্তুভ দে সরকারের কবিতা-- জাদু

কৌস্তুভ দে সরকারের কবিতা-- 

 

জাদু

 

ভালোবাসা অত সস্তা না হলেও

ভালোবেসে ফেলা নিতান্তই সহজ আমার কাছে !

আমার ভেতরে সেই জাদুদণ্ড আছে।

 

খোলা-চুলে উড়ুউড়ু মন দেখে বুঝে ফেলি

চোখের পুকুরে কার কিরকম টোপ ফেললে

স্বপ্নরঙিন মাছ উঠে আসবে, 

বুঝে ফেলি কিরকম মাছরাঙা হতে হবে

শান বাঁধানো পুকুরের পাড়ে, ঠায় বসে

কোন কল্পনার জলে ভাসিয়ে দিতে হবে দিন রাত

 

সহজেই আমি ভালোবেসে ফেলি তাদের

যারা আমাকে সহজেই ভুলে থাকতে চায়।

তারা কথা না বললেও আমি তাদের সঙ্গে বলি,

অনর্গল একটা মাঞ্জা দেওয়া ঘুড়ি 

প্রেমের বাতাসে দোল খায়

আমার হাতেই থাকে সেই জাদুর লাটাই।

 

ভালোবেসে ফেলা নিতান্তই সহজ আমার কাছে !

কেননা, অতটা জটিল যেহেতু নই

অত আগে পিছে ভাববার সময় কোথায়।

বিস্মিত হই তবু তোমাদের দেখে

যতবার ভালোবেসে কাছে টেনে নিয়ে বসি 

পাশের চেয়ার

তোমরা ক্রমশই দূরে আড্ডা সরাও।

 

আমিও সরে সরে যাই—

কেননা

রাষ্ট্র বা ক্ষমতার কাছে হার মানা সহজ না হলেও

মন ও ভালোবাসার কাছে

আমি সহজেই হার মেনে যেতে পারি

চোখে চোখ রেখে মেখে নিতে পারি আতর-চন্দন,

উদাসীন অবহেলা সয়ে সয়ে

ভালোবাসা অত সস্তা না হলেও

ভালোবেসে ফেলা নিতান্তই সহজ আমার কাছে !

আমার ভেতরে সেই জাদুদণ্ড আছে।

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...