Thursday, 7 October 2021

লুতফুল বারি পান্নার কবিতা-- মনোলগ



লুতফুল বারি পান্নার কবিতা--

মনোলগ 

 

পাথর এবং ফুলের মধ্যে আমিও কিছু 

রক্তচোখ কীট দেখেছি। পাঁজরের 

ভেতরে নির্বিঘ্নে সুড়ঙ্গ কেটেছে ঘুণপোকার 

দল। স্বপ্নের ভেতরে যেসব পিয়ানোবাদক 

শানাইয়ের সুর তুলেছিলো– তাদের 

মগজে ঢুকে গেছে শ্বেতপদ্ম। ঘুমের মধ্যে 

পেরিয়ে এসেছি স্বপ্নধোয়া বৃষ্টিদিন। 

 

সবুজ চোখের মেয়ে, ফিরে এসো কমলার বনে।

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...