Tuesday 5 October 2021

আলমগীর সরকার লিটনের কবিতা-- // ঋতুর অপেক্ষা //

আলমগীর সরকার লিটনের কবিতা-- 

// ঋতুর অপেক্ষা //

======================

ঐ গাঁয়ে সব ঋতুর ফুল ফুটেছিল-

মৌ মৌ গন্ধে যেন চারপাশ নবান্ন !

কিন্তু এ গাঁয়ে কিছু না শুধু দাবানল

জ্বলছিল ! যখন যে হেমন্ত ছুঁয়েছিল-

ঠিক তখন ঝরে গেলো কৃষ্ণচূড়া; আর

বসন্ত সেতো ক্ষণ জন্মের লাশ হলো ।

 

এখনো খুঁজি রোদ বৃষ্টি খরতাপে -ঐ 

একটি ঋতু ! তবুও অপেক্ষা প্রহর হবে

নামহীন নতুন ঋতুর, হয় তো কোকিলের 

আর্তনাদ- সব অঙ্কুরের মার্জনা পাবে-

এই তো একটি ঋতু- এ গাঁয়ে শুধু অপেক্ষা 

করে- কখন নেমে আছে ঋতুর বন্যা।

১৫-০৯-১৮

--------------

 

No comments:

Post a Comment