Tuesday 5 October 2021

রূপা বাড়ৈয়ের কবিতা-- পাপীর বন্ধু

     


রূপা বাড়ৈয়ের কবিতা-- 

পাপীর বন্ধু

 

স্বাগত জানাই তোমায় হে যীশু ত্রাণেশ্বর

শুভ বড়দিন তোমার শুভ জন্মদিন

চারিদিকে ধ্বনিত আনন্দ গান অমলিন,

অশান্ত ভুবনে শান্তিরাজ এলেন নামি

ত্রাণকর্তা রূপে, মুক্ত করতে পাপীতাপী।

 

ঈশতনয় এসেছেন মানবকূলে, মানবরূপে

প্রকৃতি সেজেছে নানা রঙে বরণ করতে,

পাপীর বন্ধু প্রাণের যীশু এলেন ধরাতে

মুক্তিদাতা পরিত্রাতা এলেন পাপ নাশিতে।

 

জন্মিলেন যীশু গোয়ালঘরে দরিদ্র রাজা বেশে

পাপীতাপী ঠাঁই পেলো তাই তাঁর শ্রীচরণে,

রাজপ্রাসাদে জন্মিতেন যদি রাজার বেশে

অনন্তকাল থাকতো পাপী দুঃখী কাঙাল সেজে।

 

শীতের রাতে ব্যস্ত রাখাল আগুন পোহাতে

ত্রাণকর্তার জন্মবারতা দিলেন স্বর্গদূত নেমে,

শিশু যীশুর দর্শন পেলো প্রথম রাখালগণে

জীর্ণশীর্ণ বস্ত্রে শায়িত দেখলো যাবপাত্রে,

ভক্তিপ্রীতি প্রণাম জানালো যীশুর যুগল পা'য়ে

মেষশাবক রাখলো উপহার তাঁর চরণতলে।

 

দূরপ্রাচ্যের পণ্ডিতগণ উজ্জ্বল তারা দেখে

উটের পিঠে ছুটলো মূল্যবান উপহার নিয়ে,

যেথায় তারা থামলো সেথায় পেলো যীশুকে

প্রণাম জানালো তাঁরা স্বর্ণ,কুন্দুরু, গন্ধরসে।

 

চলো আমরাও ছুটে যাই প্রণাম জানাতে

ত্রাণকর্তা মুক্তিদাতা জীবন্ত শ্রী যীশুকে,

জন্মিতে চান যীশু ভগ্নচূর্ণ পবিত্র হৃদয়ে

হৃদয় যাবপাত্র পরিষ্কার করো ধুয়েমুছে।


No comments:

Post a Comment