শিবানী পান্ডের কবিতা--
৷৷ জলছবি ৷৷
নদীর পাশে
বসে থাকা
যাওয়া আসার
স্রোতে ভাসা
পর পারের
ছবি আঁকা
চোখের জলে
খেলা করা
উল্টে পাল্টে
ভেসে থাকা
খড় কুটো
হয়ে চলা
জল ছবি
হয়ে বাঁচা ৷৷
—————x———*——
সম্পাদকীয়-- চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...
No comments:
Post a Comment