Thursday 7 October 2021

তীর্থঙ্কর মৈত্রর কবিতা--ফিরতে অঘ্রাণে



ফিরতে অঘ্রাণে

----------------------

তীর্থঙ্কর মৈত্র


এলোচুল সরালে কী দেখা দেবে মুখে সূর্যদয়?

এই প্রশ্ন নিয়ে বসে ,পাহাড় এলো যে কল্পনায়;

তার গায়ে ঝরণার ছোট ছোট বিনুনী ঝুলছে--

অচেনা ফুলের ভেলি,কত পাখি,প্রজাপতি গাছে

খেলছে আগের মতো---তুমি জিপের জানলায়

আনমনা, যেন আজ দুটি চোখ অতীতে চরছে;

যেন  কালো ঘোড়া দুটি, ঘাস খুঁজে কোথাও ফিরছে...


ড্রাইভার চুপ চাপ--পেঁজামেঘ উড়ে উড়ে চুলে

আলতো স্পর্শ করে ,রেখে যায় ওড়নাটি খুলে---

আছেনা যুবক বুঝি  তুলে নিয়ে রেখে দেবে ব্যাগে?

সাদা ওড়নায় প্রেম লেগে থাকে যুবক কী জানে?

তোমার চুলের পাশে---তোমার মুখের ঘ্রাণে 

ভ্রমণ পিপাষু এলে ,এলো চুল পেয়ে তাই বাগে

আমার আঙুল চায় ---শরৎ সরিয়ে ,ফিরতে অঘ্রাণে!

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...