Thursday, 7 October 2021

গৌরী মৈত্রের কবিতা --চারপাশে কত দরজা

চারপাশে কত দরজা 

------------------------------

গৌরী মৈত্রের কবিতা -- 


চারপাশে কত দরজা-জানলা 

কোনটা বড় আবার কোনটা ছোট,

কোনটা  বাহারি চৌকো, গোলাকার;

 এধার থেকে ওধার থেকে, করে ডাকাডাকি, 

বলে -'খোলো! 'বলে- 'শোনো!'

বার্তাবাহক আগন্তুক সব---

এ দরজা খুলি, সে পাল্লা ঠেলি সারাক্ষণ, 

অথচ কোথায় যেন এক অন্য দরজায় 

অতি সন্তর্পনে ধাক্কা দেয় কেউ, 

কোন দরজায় টোকা দিল 

 খুঁজতে থাকি অনবরত ---

ভেতরে যেন এক দরজা, কানপাতি, 

কে যেন বলে -এদরজা কখন খুলবি তুই!

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...