Thursday 7 October 2021

অর্পিতা ঘোষ পালিতের কবিতা--১ লালসা ২ স্বজন ছায়া

Arpita Ghosh


অর্পিতা ঘোষ পালিতের কবিতা--


১ 

লালসা


সাজানো মঞ্চ,

রংমশাল আর আলোর রোশনাই দেখে চোখ ধাঁধিয়ে যায়।

নিশি পাওয়া ঘোরে –

আকাঙ্ক্ষার জামা পরে দাঁড়িয়ে পড়লাম,

সবকিছু নতুন লাগছিল।

অনেকটা সময় পেরিয়ে এসে দেখলাম –

নিষ্ঠুরতার বলয়ে বাস করছিলাম এতক্ষণ,

আদর্শলিপি কিছুটা খোয়া গ্যাছে,

বাকিটা বর্ণহীন, কাহিল...।

পরিতাপে নিদ্রাহারা, রাতের আয়ু দীর্ঘতম।

অথচ, মন সংযম করলে –

       মাখতে পারতাম মরমী চাঁদের আলো।


স্বজন ছায়া


সময়ের উপযোগী হতে চেয়ে ব্যর্থ হয়েছি বারবার

নকল আলো দেখে রোদ মাখতে গিয়েছি,

অসহায়তার সুযোগ নিয়ে ঠকিয়েছে স্বজন ছায়া,

দূষণ মেখে আনন্দে মেতেছি।

মূর্খামি দেখে চাঁদ হাসে আড়ালে...l



*লেখিকা পরিচিতি:--

অর্পিতা ঘোষ পালিতের জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহর। ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ।  বিভিন্ন  গ্রন্থ, সাহিত্য পত্রিকা, মাসিক পত্রিকা, শিশু-সাহিত্য পত্রিকা ও দৈনিক খবরের কাগজে শতাধিক লেখা প্রকাশিত। বাংলাদেশের পত্রিকা ও দৈনিক কাগজেও বহু লেখা প্রকাশিত । 

একক কাব্যগ্রন্থ " পাথর পাতা নদী" ও গল্পগ্রন্থ " জীবন কুড়ানো প্রহর" পাঠকের মাঝে  সমাদৃত।


    ----------------------------------------------


*আমার নিজের ভাবনায় রচিত অপ্রকাশিত লেখা। অন্য কোথাও থেকে অনুকরণ কিংবা অনুসরণ নয়।

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...