Thursday 7 October 2021

হিল্লোল রায়ের কবিতা-- কোভিড বিশ্বে মায়ের পুজো

হিল্লোল রায়ের কবিতা-- 

কোভিড বিশ্বে মায়ের পুজো

 

মা এর পুজো দেখেছি এবার অন লাইনে, ভার্চুয়াল

অঞ্জলিটাও নমো নমো, নয় কিন্তু এ্যাকচুয়াল

মনিটর-এই তাকিয়ে দেখি মায়ের হাসি মুখ খানা

তিনি আসছেন সদলবলে, সংগে খাঁটি সোনা দানা

জামা কাপড় ও শাড়ি বাহারে মুখ ঢেকেছে মাস্ক

পুলিশরা সব ডান্ডা নাচায়, এটাই তাদের টাস্ক

 

সিঁদূর খেলা অন লাইনে, “ ফ্লাইং কিস” এর মতো

আশীর্বাটাও আনবে বয়ে ই-মেল অবিরত!

ধুনুচি নাচ ও নাচন-কোঁদন করলে, পরে মাস্ক

পড়বে খসে মুখের থেকে, বলবে কোভিডঃ “আস্ক”

ভি আই পি দল কাটেন ফিতে, কাঁচি গুলো হয় ভোঁতা

কোভিড ভীতু পুজোয় নেতা ভিমরি খাওয়ার হোতা

 

লক ডাউন এ  কুছ পরোয়া, দর্শক হাতাহাতি

মাস্ক না পরে ছেলে-ছোকরা করবে মাতামাতি

করলে প্রয়োগ আইন-কানুন, আম জনতার দল

রাজনৈতিক নেতার সাথে করবে কোলাহল

কাঁদুনি গ্যাস ও জল কামান এ্যাক্কেবারেই অচল

পুলিশ সুপার লালবাজারে ফোনাফুনিতে সচল

 

“ই-বে” আর  “আমাজন” আজ খোলা দিনে ও রাতে

কার্ড নাম্বার ও সিক্রেট কোড চাইছে হাতে নাতে

দুধের স্বাদ মেটাই ঘোলে , মা দর্শন নাই বা পাই

অনলাইন ও ভার্চুয়াল এ্যাক্কেবারেই যাচ্ছেতাই

কোভিড বিশ্বে পুজো বাজেট এ পড়লে টানাটানি

দেবেন টাকা এক জনই, গৌরী সেন-কে জানি

নেই ঝামেলা অনলাইনে, ভার্চুয়াল – ই ভালো

স্পিরিচুয়াল নাই বা হলেও ঘুঁচবে মনের কালো

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...