Tuesday 5 October 2021

মাথুর দাসের কবিতা-- পরিচিতি

মাথুর দাসের কবিতা-- 

পরিচিতি

 

খুব বেশি পরিচিতি, আছে কি দরকার মানুষের ?

জীবিতকালে তুমি শুধু এক চলমান সংখ্যা ;

জীবনশেষেও জেনো হবে না তার কিছু হেরফের,

পরিত্যক্ত ছাই, মাটি, কিম্বা কবরের কঙ্কাল ।

 

এই যে মানুষ আমরা, কথা বলি, নড়িচড়ি, হাঁটি,

প্রেমে বা অপ্রেমে অহরহ বাঁচার এত যে লড়াই,

সাজানো গোছানো অহঙ্কার, ঔদ্ধত্য পরিপাটি ;

কে কাকে সঠিক চেনো, পরিচিতি কীসের বড়াই ?

 

ক'জনের ভাগ্যে জোটে মর্মরমূর্তি বা স্মরণ-ফলক ?

কিম্বা ধরো পড়ে থাকা, অলিগলি-রাজপথ-রাস্তায় !

পরিচিতি, সে তো প্রয়োজনে-ব্যবহার্য অস্থায়ী ঝলক,

স্বার্থের আবর্তে ক'জন বেঁচে থাকে শ্রদ্ধা ও আস্থায় ?

 

তবু দেখ মানুষের ঈপ্সার বহর, নিজেকে জানাবোই

এমন বাসনা নিয়ে অস্তিত্ব জাহিরে শুধু করে খলবল ;

আমাকে চেনো আমাকে চেনো আমি এই আমি ওই,

ইত্যাকার আকাঙ্ক্ষায় ছোটে অর্বাচীন মানুষের দল ।

 

*****************************************

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ

*****************************************

 

No comments:

Post a Comment

সম্পাদকীয়--

সম্পাদকীয়--   চলমান জীবনের নিয়ম সৃষ্টির বাঁধনে বাঁধা। সাহিত্য মানুষের সুখ-দুঃখ ভাব ভাবনা স্মৃতি স্বপ্ন সবকিছু মিলিয়ে সৃষ্ট হয়। আর এ সব কি...