Monday, 4 October 2021

মনীষা কর বাগচীর কবিতা--জীবন


 


মনীষা কর বাগচীর কবিতা-- 


জীবন


জীবনটা একটানা বৃষ্টির মতো নির্জন

অথবা গভীর রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক

নাকি এক নদী জল?

যে কারো জন্য ব্যাকুল হয়ে

পাছাড় খায় দুই কূলে অনবরত

দুঃখ বেঁধে বুকে।

 

কেউ কোথাও নেই

ছিল না কোনোদিন

তবু সে কী যেন চায়

কাকে যেন চায়

দিগভ্রান্ত পথিকের মতো।

 

সন্ন্যাসিনী আকুল আগ্রহে

সমাধিস্থ দুটি চরণে

ঠেকিয়েছে মাথা

দূরররর, বহুদূর থেকে

সেই সুর যদি আসে ভেসে

সার্থক হয় পথ চাওয়া।

 

No comments:

Post a Comment