Monday 4 October 2021

বীরেন্দ্রনাথ মন্ডলের কবিতা--উড়ান

 


বীরেন্দ্রনাথ মন্ডলের কবিতা--


উড়ান


হ্যাঁ, সে তার ডানা দুটি পরে  নিল। 

একেবারে প্রথমবার। 

এবং সে উঠতে লাগলো

গাছের মগডাল পর্যন্ত। 

উচু টান টান হয়ে দাঁড়ালো ।

সে তার ডানা দুটি মেলে ধরল,

এবং জোরে লাফ দিল। 

তার শরীরের নিচ দিয়ে হাওয়া বইছিল। 

আশ্চর্য, উপরের দিকে উড়তে লাগলো। 

সে এক অপূর্ব জাদুকরী দৃশ্য। 

উড়ান শুধু উপরে উড়ান 

এক অচিন্তনীয় আনন্দ। 

উড়ান শুধু উপরে উড়ান 

যেন এক বিদ্যুতের ঝিলিক। 

উড়ান  শুধু উপরে উড়ান 

রাত্রের নক্ষত্রখচিত সপ্তর্ষিমণ্ডল। 

উড়ান শুধু উপরে উড়ান 

অন্তরিক্ষে উড়তে লাগলো।।


অক্টোবর, 2021 //

ভুবনেশ্বর

 

No comments:

Post a Comment