Thursday 7 October 2021

কৌশিক গাঙ্গুলীর এক গুচ্ছ কবিতা-- ১ #বেঁচে_আছি_ভালোবাসায়_যন্ত্রণায় ২ "কালবৈশাখী " ৩ আলো ৪ "তির্যক "



কৌশিক গাঙ্গুলীর এক গুচ্ছ কবিতা-- 

#বেঁচে_আছি_ভালোবাসায়_যন্ত্রণায়

-----------------------------------

বসে থাকা এই বিষন্ন দুপুরে

তোমার চোখের জলের লেখা

যে চিঠি খানি পেলাম

তাতে হৃদয় উপচানো

যন্ত্রণার ভালোবাসা বহে যাচ্ছে

সারা অন্তর জুড়ে।

 

দেখো ওই কাশফুলের জঙ্গলের

মাঝে  আমি শুয়ে আছি।

তবু আকাশের মেঘ

তোমার যে চিঠি খানি আমাকে দিল

তার মধ্যে মিষ্টি একটা সুর ভেসে আছে।

বলছে আমরা বেঁচে আছি ভালোবাসায়,যন্ত্রণায়।

 

"কালবৈশাখী " 

 

সারা দুনিয়াজুড়ে বাড়ে দুর্নীতি আর সন্ত্রাস , 

বিষন্ন ও নিরন্ন মানুষের বুকে নিষ্ঠুর পরিহাস ! 

বয়স মানেনা ধর্ষকদের ইতিহাস বিকৃতির সঙ্গে নেশার সহবাস

 শিল্পায়নে বন্ধ হয় চাষাবাদ ধর্মের নামে বাড়ে মৌলবাদ 

হিংস্রতার আগুনে পোড়ে বাড়ি অভাবেতে ফাঁকা ভাতের হাড়ি 

অহংকার আর ক্ষমতার আস্ফালন দেখা যায় , 

যে বসে সিংহাসনে সেই রাবণ হয় –

হুজুগের ফুর্তিতে মাতে জনগণ , 

নোংরা রাজনীতিতে বেপরোয়া দুঃশাসন ,

প্রতিবাদ মানে তো লাশ হতে চাওয়া –

এইভাবেই বসবাস আসুক গরম হাওয়া 

যদি হয় কেউ হোক দুখী

তবু আসুক কালবৈশাখী।

 

আলো

 

ধর্মের অন্ধকার দখল করে দেশ

মনের অন্ধকার প্রতারক বানায় মানুষকে।

এই অসময় বিষন্ন মুখে হাসি আসে না

যদি এই ভাঙাচোরা জীবনটাকে একটু গুছিয়ে নিতে পারতাম তাহলে চাঁদের মতন একটা বৃত্ত আঁকতাম।

দেখতে তার মধ্যে কলঙ্ক রেখা নেই,

আছে শুধু রক্ত রেখা ।

টাকা ছাড়া নাকি ভালবাসা শুধুই বোকামি?

তাতে শুধুই যন্ত্রনা থাকে আর সরলতা পাগলা গারদে ও আদর্শ নির্বাসনে।

তবু ব্যাকুল হওয়া কবির কলম স্বপ্নের কথা বলে শব্দের অক্ষরে।

গোলাপের গন্ধ নয় আমার পৃথিবীর চারপাশে গরম ভাতের গন্ধ ম..ম.. করে

জনি অশুভশক্তির জয়জয়কারে

কোণঠাসা করে বোকা ভালো মানুষ দের,

তবুও এই হেরে যাওয়ার মধ্যেও মনুষ্যত্ব হারিয়ে যায় না, বিবেক হারিয়ে যায় না।

একটা আলো-অন্ধকারে জ্বলে থাকে...

একটা আলো-অন্ধকারে জ্বলে থাকে।

 

"তির্যক " 

 

(ক) সুন্দরীর ছবি আর দীর্ণ কাব্য ফেসবুকে হিট । 

(খ) নেতাদের মতন সত্য বলতে শিখে গেছি । 

(গ) শিক্ষক নয় সিনেমার নায়কেরা আদর্শ । 

(ঘ) কখনও রাজনীতির নামে , কখনও ধর্মের আড়ালে খুন হতেই থাকে । 

(ঙ) মানুষের সদিচ্ছা কেড়ে নেয় তার দুর্ভাগ্য । 

(চ) পরিবেশ আর পরিস্হিতি ভগবানকে শয়তান করে । 

(ছ) পতনের আগে সবার অহংকার বেড়ে যায় । 

(জ) আইন কি আইনের পথে চলে না বেপথে ? 

(ঝ) লোভ মানুষকে বাঁচায় ও নীচে নামায় । 

(ঞ) প্রতিশ্রুতি দেওয়াটাই তেনাদের কাজ , রাখা নয় ।

 

No comments:

Post a Comment