অঞ্জলি চক্রবর্তীর কবিতা--
ভুত নয়
তিন দিন তিন রাত
খালি পায়ে হেঁটে যা
মাছ নয় মাংস নয়
ডাল রুটি সেঁটে যা ।
একখানা কালো ছাতা
হাতে নিস যত্নে
কোথা যাবি কেন যাবি
কেউ যেন না জানে ।
মস মস্ খস্ খস্
পাতাদের শব্দ
ও সব কিচ্ছু না রে
মন করে জব্দ ।
ছম্ ছম্ করে গা?
ভয় কি রে পেয়েছিস?
শাঁকচুন্নির ছানা
ওকেই কি দেখেছিস্
ভয় নেই তোর পাশে
আমি আছি পাহারায়
ভুতদের ছায়া ওরা
আসলে ঠিক ভুত নয় ।
-----‐----------
No comments:
Post a Comment