অধ্যায়
------------
শমিত কর্মকারের কবিতা--
হঠাৎ করে একটা সময় এসে পরেছে সামনে,
যা বোঝা যায়নি আগে ভাগে!
জীবনের এ এক অধ্যায় যা কিছু বলে না,
সময় কখনো এনে দেয় আনন্দ আবার কখনো চরম দু:খ।
জীবন খাতায় লেখা সব পরিকল্পনা যায় ভেস্তে।
মনকে শান্ত করে এগিয়ে চলা,
সময় করে দেয় নির্দিষ্ট কোন দিক।
যে পথ করে আনন্দকে দুঃখে আবার দুঃখ কে করে আনন্দ।
সময়কে নিয়েই চলা পরীক্ষা নিরীক্ষা,
কেউ কখনো জেতে আবার কেউ হয় পরাজিত।
তাই প্রতি দিন সকালের সূর্য কিরণে থাকে উজ্জ্বলতা,
বিকালের সূর্যাস্তে থাকে অন্ধকারের আভাস।
----------
No comments:
Post a Comment