Thursday 7 October 2021

জয়া বসাকের কবিতা - উজ্জয়ীনির ঢেউ

জয়া বসাকের 

কবিতা - উজ্জয়ীনির ঢেউ

 

উজ্জয়ীনির ঢেউ 

বুক পাঁজর শীতল করা ঢেউ

একলা করা একটি মানুষ

শূন্য করে ছাতিম - ঘর ।

 

চোখ জুড়ে ছেঁড়া ছেঁড়া নদী - বন

কর্পূর গন্ধ মেশানো আমি

তুমি তো অবিকল আগন্তুক

ফেলা রাখা সেই তুমি - আমি একাকী ।

 

বাড়ি - উঠোন জুড়ে আগাছায় 

তুমি কেমন আপেক্ষিক

উপেক্ষিত আমি মন

দূরত্ব আমার।তোমার নতুন জীবন ।

No comments:

Post a Comment