Wednesday, 29 September 2021

মহুয়া বিশ্বাস--কবি





কবি
মহুয়া বিশ্বাস


হে   কবি   তোমার   রবি

আজও  যায় নি অস্তাচলে।


কলমের বাণী যাবে না থামি

অগ্নিবীণার সুরে দূর হতে বহুদূরে

ঝংকৃত হবে অনাগত কালের...

অমৃতবাণী।

নীরবে নিভৃতে বর্তমান-ভবিষ‍্যতে

রয়ে যাবে স্মৃতির কোটরে কোটরে

আদি- অনন্তকালের উষ্ণবার্তা।


স্তব্ধ জীবন,মলিন মন বিশুদ্ধ হবে

দূষিত কর্দমাক্ত জনজীবন

 ক্ষয়ে যাবে....

শীতল তরু ছায়াতলে....

স্নিগ্ধ নদীবক্ষে...

ঘিরে রবে উজ্জ্বল আলোক পাথারে।

রক্তে রক্তে শিরায় -উপশিরায়

স্পন্দনে-বন্ধনে সমুদ্রের গভীরতায়

অম্বরমাঝে অট্টহাসির গর্জনে,তর্জনে...

প্রতিধ্বনিত হবে....

 মহাজীবনের জয়ধ্বনি।।


----------------------------

 

No comments:

Post a Comment